চলতি বৎসরে মোট বিজ্ঞাপন বাবদ ব্যয় ৬৫,০০০ টাকা। এর দুই- পঞ্চমাংশ অবলোপন করা হলে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত?
নগদান বই ও ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক ব্যালেন্সের গরমিলের কারণ-
i. ব্যাংক কর্তৃক সরাসরি অর্থ পরিশোধ
ii. ব্যাংকে জমাকৃত চেকের প্রত্যাখ্যান
iii. বিনিয়োগের সুদ নগদে পাওয়া গেল
নিচের কোনটি সঠিক?
কোনটি মূলধনজাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত?
মি. অনুপ ব্যবসায়ে ব্যবহারের জন্য ৮,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করে নিম্নরূপ জাবেদা দাখিলা প্রদান করা হলো—
আসবাবপত্র হিসাব ডেবিট ৮,০০০ টাকা
নগদান হিসাব ক্রেডিট ৮,০০০ টাকা ।
এক্ষেত্রে হিসাববিজ্ঞানের কোন কোন নীতিমালার সংশ্লিষ্টতা রয়েছে?
i. মিলকরণ ধারণা
ii. দ্বৈতসত্তা ধারণা
iii. ক্রয়মূল্য ধারণা
বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় একটি-
i. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়
ii. মুনাফাজাতীয় ব্যয়
iii. মূলধনজাতীয় ব্যয়
International Accounting Standard গঠিত হয় কত সালে?