চালানি কারবারে প্রেরিত পণ্যের মূল্য ১৫,০০০ টাকা। উক্ত পণ্য ২০,০০০ টাকায় বিক্রয় করা হয়। এজেন্টের কমিশন ৫% হলে কারবারের লাভ কত?
জনি ট্রেডার্স এর বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা?
আবির কোম্পানির নগদান বহি অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩০,০০০ টাকা। ৮,০০০ টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। পাশ বহির ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ কত?
রেওয়ামিলে বিমার প্রিমিয়াম দেওয়া আছে ২,৪০০ টাকা এবং সমন্বয়ে ইহা বলা ছিল যে, প্রত্যেক বছর ৩১ মার্চ তারিখে বাৎসরিক ভিত্তিতে প্রদান করা হয়। আয় বিবরণীতে কি পরিমাণ বিমার প্রিমিয়াম দেখাতে হবে?
পেটেন্ট এবং গ্রন্থস্বত্ব কোন ধরনের সম্পদ ?
স্টেশনারি প্রারম্ভিক মজুদ, ১,৫০০ টাকা ক্রয় ৪,৫০০ টাকা। সমাপনী মজুদ ৫০০ টাকা হলে স্টেশনারি ব্যয়ের পরিমাণ কত?