রেওয়ামিলে আসবাবপত্র দেওয়া আছে ৮০,০০০ টাকা। সমন্বয়ে চলতি বছরের মাঝামাঝি আসবাবপত্র ক্রয় করা হয়েছে ২০,০০০ টাকা যা হিসাবভুক্ত হয়েছে। ১০% অবচয় ধরা হলে অবচয়ের পরিমাণ কত?
AAA এর পূর্ণরূপ কোনটি?
মূলধনের উপর ৫% সুদ ধার্য করলে, মূলধনের মোট সুদের পরিমাণ হবে—
ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংকের ডেবিট উদ্বৃত্ত ৪০,০০০ টাকা। ব্যাংকে জমাকৃত চেক যা ব্যাংক ক্রেডিট করেনি ৫,০০০ টাকা। ব্যাংকের সঠিক উদ্বৃত্ত কত টাকা?
আলফা কোম্পানি ১০% অবহারে শেয়ার ইস্যু করে ৩,৬০,০০০ টাকা পেল। কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ কত?
মসুদ পণ্য অবমূল্যায়িত হওয়ার ফলে প্রভাবিত হয়—
i. নিট মুনাফা
ii. আয়কর
iii. মোট মুনাফা
নিচের কোনটি সঠিক ?