অংশীদারের চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত কী?
ব্যাংক সমন্বয় বিবরণীর মূল কাজ কী?
আজমল তার ব্যবসায়ের আর্থিক অবস্থার সচ্ছলতা বজায় রাখার জন্য প্রতিটি হিসাবকাল শেষে আর্থিক বিবরণী প্রস্তুত করেন। কিন্তু কিছু কারণে তার প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারছে না। এক্ষেত্রে তার কী পদক্ষেপ নেওয়া উচিত?
ব্যাংকে সমন্বয় বিবরণী তৈরি করেন কে?
বকেয়া চেক বলতে কী বুঝায়?
চলতি সম্পদ ২,১৬,০০০ টাকা এবং চলতি অনুপাত ৩: ১। চলতি দায় কত টাকা?