উদ্দীপকের জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য –
i. সারা বছর অধিক বৃষ্টিপাত
ii. সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপের পার্থক্য কম
iii. সারা বছর আর্দ্র ঋতু
নিচের কোনটি সঠিক?
সে সমস্ত দ্রব্যকে সম্পদ বলা হয়, সেগুলোর -
i. উপযোগ আছে
ii. জোগান সীমাবদ্ধ
iii. বাহ্যিক রূপ আছে
গিরিজনি আলোড়নের সাথে জড়িত মতবাদ-
i. প্লেট সঞ্চালন
ii. পরিচলন স্রোত
iii. মহীভাবক আলোড়ন
মানচিত্রের কোনো দুটি স্থানের মধ্যস্থিত দূরত্ব কোন উপায়ে সহজে বুঝতে পারা যায়?
প্রকৃত বেলন অভিক্ষেপের অক্ষ ও দ্রাঘিমারেখাগুলো -
i. সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়
ii. পরস্পর সমকোণে ছেদ করে
iii. সমান ব্যবধানে অবস্থিত
কর্ণ তঙ্কন করে কোন ধরনের মাপনীর সাহায্যে নিখুঁতভাবে মানচিত্র অঙ্কন করা যায়?