গ্রীষ্মকালে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক হতে প্রবাহিত বায়ু –
i. আর্দ্র ii. শুষ্ক
iii. শীতল
নিচের কোনটি সঠিক?
চিত্রে প্রদর্শিত বৃষ্টিপাতের সাধারণ বৈশিষ্ট্য—
i. নিরক্ষীয় এলাকায় বেশি হয়
ii. সমুদ্র নিকটবর্তী পাহাড়ি ঢালে
iii. উচ্চভূমির প্রতিবাত ঢালে হয়
নিচের উদ্দীপকের আলোকে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও: সামিহা তার খালার বাসা পুরান ঢাকায় গিয়ে দেখে দালানের ফাটলের মধ্যে গাছ জন্মানোর ফলে ফাটলগুলো বড় হয়ে গেছে এবং জানালার রডগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
দালানের ফাটল বড় হওয়া এবং জানালার রড নট হলো—
1. যান্ত্রিক বিচূর্ণীভবন
ii. রাসায়নিক বিচূর্ণীভবন
iii. জৈবিক বিচূর্ণীভবন
জাপানের আগ্নেয়গিরির সন্নিকটে কী ধরনের মৃত্তিকা দেখা যায়?
বাংলাদেশের উন্নয়নের গতিধারার অন্যতম অন্তরায় কোনটি?
পৃথিবীর দীর্ঘ ও উচ্চতম পর্বত কোনটি—