উক্ত বিভাগের/বিভাগসমূহের গুরুত্ব অপরিসীম, কারণ—
i. দুর্বলকে সবলের হাত থেকে রক্ষা করে
ii. প্রয়োজনে আইন প্রণয়ন করে
iii. দুষ্টের দমন ও শিষ্টের পালন করে
নিচের কোনটি সঠিক?
গণতন্ত্র হবে -
i. জনগণের দ্বারা
ii. জনগণের জন্য
iii. জনগণের শাসন
ইউরোপীয় ইউনিয়ন একটি কনফেডারেশন। কারণ এর রয়েছে -
i. একই মুদ্রা
ii. সংবিধান
iii. অর্থনৈতিক নীতি
রাজতান্ত্রিক সরকার কাঠামোয় -
i. রাজা বা রানির হাতে চরম ক্ষমতা থাকে
ii. রাজা বা রানি উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে
iii. বাহ্যিক শাসনকে মেনে নেওয়া হয়।
সরকার গঠিত হয়—
i. আইন বিভাগ নিয়ে
ii. শাসন বিভাগ নিয়ে
iii. বিচার বিভাগ নিয়ে
নিচের কোনটি সঠিক ?
একদলীয় শাসন ব্যবস্থা গণতন্ত্রবিরোধী। কেননা এখানে জনগণকে মেনে নিতে হয়—
i. একমাত্র আদর্শকে
ii. এক নেতার নেতৃত্বকে
iii. একমাত্র দলকে