কুরআনের কোন নামের মাধ্যমে বোঝা যায় যে, কুরআন মানুষকে সৎ পথের দিশা দেয়?
কত বছর বয়সে সন্তানকে সালাতের আদেশ দিতে বলা হয়েছে?
আব্দুল কাদির জিলানি (র) নাম অনুসারে কী প্রতিষ্ঠিত হয়?
উক্ত কাজটি তারা কীসের ভিত্তিতে করতে পারে?
ফিকহ এর শাব্দিক অর্থ হলো—
i. অবগত হওয়া
ii. অনুধাবন করা
iii. জ্ঞাত হওয়া
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
জিহাদের মতো মহান ইবাদতকে যদি কেউ সন্ত্রাস বলে কিংবা এর প্রতি বিরূপ মনোভাব পোষণ করে তাহলে সে কী হবে?