4x+y-4 = 0 সরলরেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত?
A(1,-1), B(9, 7) ও C(1, 7) বিন্দুগুলো থেকে সমদূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক কত?
(1 + 2x)4 দ্বিপদীর তৃতীয় পদের মান 192 হলে x = কত?
একটি কোণ ঘড়ির কাঁটার দিকে দুইবার সম্পূর্ণ ঘুরার পর একই দিয়ে আরও 30° ঘুরলে কোণটির মান কত?
PQR সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ PR = 9 সে.মি. হলে ত্রিভুজটির মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টি কত?
ফাঁকা সেটকে প্রকাশ করা হয় কোনটি দ্বারা?