কেউ যদি ক্ষুধার জন্য বা খাদ্যের অভাবে চুরি করে তাহলে ইসলামি বিধি অনুসারে
i. তার জন্য খাদ্যের ব্যবস্থা করতে হবে
ii. তার কাজের ব্যবস্থা করে দিতে হবে
iii. তার আশা-আকাঙ্ক্ষা পূরণের ব্যবস্থা করতে হবে
নিচের কোনটি সঠিক?
পরমাত্মার সঙ্গে মানবাত্মার গভীর সম্পর্ককে ঝালিয়ে নেয়ার অমোঘ হাতিয়ার-i. মানবসেবাii. ধর্ম-কর্মiii. হজনিচের কোনটি সঠিক?
সুদি কারবারি মাদকদ্রব্য উৎপাদন, অনৈতিক বইপত্র প্রকাশ বা চলচ্চিত্র নির্মাণে অর্থ বিনিয়োগ করে-
i. বিনোদনের জন্য
ii. দ্রুত লাভের জন্য
iii. বেশি লাভের জন্য
মসজিদে নববীতে যারা ধ্যান করতেন তাদেরকে কী বলা হয়?
ইসলামি উখওয়াত নির্দেশ করে- i. মতানৈক্য মিটিয়ে দেওয়ার পথii. বিবাদ মিটিয়ে দেওয়ার পথiii. জটিলতা মিটিয়ে দেওয়ার পথনিচের কোনটি সঠিক?
কিয়ামতের দিন সর্বপ্রথম কোন বিষয়ের হিসাব গ্রহণ করা হবে?