উদ্দীপকে সন্তানের প্রতি মোহনার আচরণ-
i. সন্তান নিজের পায়ে দাঁড়াতে শিখবে
ii. তাকে পরকালে জবাবদিহি করতে হবে
iii. বিদেশে খাপ খাইয়ে নিতে সহায়ক হবে
নিচের কোনটি সঠিক?
প্রয়োজনীয় সব বিধান ও মূলনীতি কোনটিতে রয়েছে?
শফিপুর এলাকার চেয়ারম্যান মনির সাহেব নির্বাচিত হয়েই এলাকায় কিছু মক্তব গড়ে তোলেন। এর ফলে
i. এলাকায় শিক্ষার বিস্তার ঘটবে
ii. সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে
iii. শিশুরা আখিরাতমুখী জীবনে অভ্যস্থ হবে
খিদমতে খালকের আওতায় মানুষের দায়িত্ব হলো-
আদলের প্রকৃত অনুশীলন করলে সমাজের মানুষ
i. কেউ কারও ওপর কথা বলে না
ii. কেউ কারও ওপর অন্যায় হস্তক্ষেপ করে না
iii. যার যে দায়িত্ব সে সঠিকভাবে তা পালন করে
তারাবিহর সালাত জামায়াতে পড়া কীসের দৃষ্টান্ত?