পূর্ণিকার কাদের কাছে ধর্ম শ্রবণ করে সঙ্ঘে প্রবেশ করেন?
বৌদ্ধধর্মের বিধান পালন সংক্রান্ত বিষয়ে দ্বিমত দেখা দিলে বৌদ্ধ ভিক্ষুগণ যে সভা আহ্বান করে সমস্যার সমাধান করেন তাকে বৌদ্ধ সাহিত্যে কী বলা হয়?
রাজা শুদ্ধোদনের রাজ্যের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করলে কোনটি পরিলক্ষিত হয়?
উদ্দীপকের সাথে কোন ঘটনার মিল রয়েছে?
শীলভদ্রকে স্বধর্ম ভাণ্ডার বলে সম্ভাষণ করার কারণ হলো- i. তিনি জ্ঞানের ধারক ছিলেনii. তিনি বৌদ্ধ দর্শন প্রতিষ্ঠা করেছেনiii. তিনি যুক্তিতর্কের মাধ্যমে মতামত প্রতিষ্ঠা করেছেন
নিচের কোনটি সঠিক?
'ক' সঙ্গীতি আহ্বানের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান করে বুদ্ধবাণী যথাযথভাবে সংরক্ষণ করেন। নিচের কার সাথে 'ক', এর সাদৃশ্য রয়েছে?