মুসলমানের প্রতি সৎকাজের সূচনা 'বিসমিল্লাহ' বলে শুরু করতে হয়, তা না করলে উক্ত কাজটি
i. বিলম্বে সম্পন্ন হয়
ii. অসম্পূর্ণ থেকে যায়
iii. নিম্নমানের থেকে যায়
নিচের কোনটি সঠিক?
উক্ত কর্তব্য পালনের মাধ্যমে নাসির-
i. জান্নাতে যেতে পারবে
ii. সামাজিকভাবে মর্যাদা লাভ করবে
iii. সম্পদশালী হতে পারবে
খাজা মুইনুদ্দিন চিশতি (র)-এর জন্মস্থান কোথায়?
কার খিলাফতকালে দ্বিতীয়বার সংকলন করার পর মূল কুরআনের অনুলিপি তৈরি করিয়ে তা খিলাফতের সব গুরুত্বপূর্ণ কেন্দ্রে পাঠিয়ে দেন?
ইসলামি রাষ্ট্রে সকল ক্ষমতার উৎস কে?
যার কাজকর্মে, লেনদেনে, সামাজিক মেলামেশায় মিথ্যা প্রবল থাকে তাকে কী বলা হয়?