বিশ্বের মুসলিম দেশগুলো একচেতনা ও বিশ্বাসে বিশ্বাসী হয়ে গড়ে তুলেছে OIC নামক সংগঠনটি। তাদের মধ্যে কোন ভ্রাতৃত্ব কাজ করেছে?
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ কীসের অনিবার্য দাবি?
মানুষের মধ্যে কোনো ব্যক্তির ইহসানের প্রথম হকদার কে?
এর ফলে সেㅡ
i. আল্লাহর নির্দেশ অমান্য করেছে
ii. কবিরা গুণাহ করেছে
iii. নিজেকে জাহান্নামে নিক্ষেপের ব্যবস্থা করেছে
নিচের কোনটি সঠিক?
কোনো একটি বিশেষ নীতি ও আদর্শে বিশ্বাসী সম্প্রদায়কে কী বলা হয়?
সন্তানের জন্মের পর পর ডান কানে আজান ধ্বনি শোনানোর কারণ-
i. সন্তানের অধিকারের কথা স্মরণ করিয়ে দেওয়া
ii. আল্লাহর প্রতি পরিপূর্ণ অনুগত করা
iii. আল্লাহর সার্বভৌমত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া