চাঁদের গতি নির্ধারণ ও পর্যবেক্ষণে অবদান রাখেন কে?
জনাব শাহ আলম প্রতি বছর তার সম্পদের হিসাব করে সঠিকভাবে জাকাত আদায় করেন। এর মাধ্যমে তিনি ইসলামের কোন বিধানটি পালন করেছেন?
মদিনায় হিজরতের পর হযরত আবু বকর (রা.) কঠিন জ্বরে আক্রান্ত হয়ে মক্কার তৃণলতা, পাহাড়-পর্বত এবং পানিকে স্মরণ করে কবিতা আবৃত্তি করেন। এতে তার কোনটি প্রকাশিত হয়?
যিনি এ শাসন ব্যবস্থার শাসক নয়-
i. ওমর বিন আব্দুল আজিজ (র)
ii. মুয়াবিয়া (রা)
iii. আবু জাফর আল-মনসুর (রা)
নিচের কোনটি সঠিক?
সুদ হারাম ঘোষণা করেছেন কে?
মিথ্যাচারের ফলে পারস্পরিক ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব নষ্ট হয়ে-
i. ঘৃণা মাথাচাড়া দিয়ে ওঠে
ii. ভ্রাতৃত্ব পুনরায় প্রতিষ্ঠিত হয়
iii. শত্রুতা মাথাচাড়া দিয়ে ওঠে