শরীয়ত উল্লাহ ইসলামি দেশের নাগরিক, সে স্থানীয় নির্বাচনে অসৎ ও অযোগ্য পার্থীকে ভোট দিল। সে কীসের খেয়ানত করল?
আত্মার সাথে পরমাত্মার মিলনের জন্য কী প্রয়োজন?
ইবাদত প্রধানত কয় ধরনের?
হাসানের মধ্যে কোন গুণটি থাকায় সে খেজুর খেতে পারেনি?
জনাৰ তারিক সাহেব নিয়মিত জাকাত আদায় করেন। এর ফলে পরকালে তার পুরস্কার কী হবে?
ইসলামি রাষ্ট্রের উৎস কোনটি?