শাপলা শিপিং কোম্পানি 'নবদূত' জাহাজটিকে একাধিক বিমা কোম্পানির সাথে বিমা করে, এর কারণ-
i. একক বিমা কোম্পানির ওপর নির্ভরশীলতা কমানো
ii. ক্ষতিপূরণ প্রাপ্তির ক্ষেত্রে অধিক নিশ্চয়তা লাভ
iii. একাধিক বিমাগ্রহীতার কাছ থেকে দাবি আদায়
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও : A ও B প্রকল্পে বিনিয়োগের জন্য ফ্রেশ লি. এর তহবিলের পরিমাণ ১,০০,০০০ টাকা । A প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৬০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। অন্যদিকে B প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৫০,০০০ টাকা। প্রকল্প দুটির অন্যান্য তথ্যাবলি নিম্নরূপ :
কোম্পানি কর্তৃক গ্রহণযোগ্য সর্বোচ্চ পে-ব্যাক সময় ৪ বছর।
A প্রকল্পের গড় বিনিয়োগ কত?
যমুনা কোম্পানি লি. ১৬% সুদে ১,০০,০০০ টাকার ঋণপত্র বিক্রয় করল। কর হার ৫০% হলে কোম্পানির ঋণপত্রের ব্যয় কত হবে?
ঝুঁকি পরিমাপের সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি?
আস্থাভাজন, সচ্ছল ও নিয়মিত গ্রাহকদের ব্যাংক কোন ধরনের সুবিধা দেয়?
ব্যবসায়ে সবসময়ই বিদ্যমান-