'P' প্রতিষ্ঠান 'R' প্রতিষ্ঠানের কাছ থেকে কত টাকা আনুপাতিক সাহায্য পাবে?
উদ্দীপকে বলা হয়েছে 'বাংলাদেশ ব্যাংক জনকল্যাণধর্মী হলেও যথেষ্ট লাভ করে', মি. শওকতের এ ভাবনার কারণ-
i. একে কোনো প্রতিযোগিতা মোকাবিলা করতে হয় না।
ii. নিজেদের সুবিধামতো তারা চার্জ ও সুদ আরোপ করতে পারে।
iii. বিভিন্ন ব্যাংকের ওপর একেক ধরনের ব্যাংক হার প্রয়োগ করতে পারে।
নিচের কোনটি সঠিক?
কৃত্রিম ও স্বতন্ত্র সত্তা কোন ব্যবসায়ের বৈশিষ্ট্য?
বাবুল কোম্পানির স্থির ব্যয় ১,০০,০০০ টাকা, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ১০% হলে সমচ্ছেদ বিন্দু টাকার পরিমাণ নির্ণয় কর।
জনাব সবুজ একজন খ্যাতনামা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি আমদানি বিল পরিশোধের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ সুবিধা নেন। জনাব সবুজ কোন ধরনের ঋণ সুবিধা নেন?
মূলধন কাঠামো নির্ণয়ে যে বিষয়গুলো বিবেচনা করা উচিত-
i. কোম্পানির মূল্য
ii. সর্বনিম্ন উৎসের ব্যয়
iii. গুরুত্ব প্রদত্ত সর্বনিম্ন মূলধন ব্যয়