জনাব গণি আগে কখনও বিমা করেন নি। কিন্তু সম্প্রতি তিনি একটি কারখানা করতে গিয়ে সরকারি অনুমতি লাভে বিমা করার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বিমা করার ব্যাপারে প্রথমে আপত্তি থাকলেও এখন বিমা না করে উপায় নেই। জনাব গণিকে কোন ধরনের বিমা করতে শর্ত দেওয়া হয়েছে?
বন্ড বাজারে থাকে-
i. কেতা
ii. বিক্রেতা
iii. উৎপাদনকারী
নিচের কোনটি সঠিক?
কোন নীতিটি শুধু সম্পত্তি বিমার ক্ষেত্রেই প্রযোজ্য?
একটি কোম্পানির সম্ভাব্য মুনাফার হার যথাক্রমে ১০% ও ২০% এবং সম্ভাবনা ০.৪ ও ০.৬। প্রত্যাশিত মুনাফার হার কত?
কোনটি লেনদেন নিষ্পত্তিতে অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচিত হয়?
ব্যাংক প্রদত্ত ঋণের টাকা ফেরত না পেলে কোথায় ঘাটতি সৃষ্টি হ্যা?