বহুমুখী উদ্দেশ্যসম্পন্ন মেয়াদি জীবন বিমাপত্রের অন্তর্ভুক্ত ঝুঁকি হতে পারে-
i. মৃত্যু
ii. পঙ্গুত্ব
iii. বেকারত্ব
নিচের কোনটি সঠিক?
অগ্নিজনিত কারণে ক্ষতির উদ্ভব হলে বিমাগ্রহীতার করণীয় হলো-
i. বিমাকারীকে অবহিতকরণ
ii. ক্ষতির তদন্তের ব্যবস্থা
iii. ক্ষতির বিবরণীসহ দাবি পেশ
বিমা সাধারণত কত প্রকার?
কোন ধরনের ঋণ গ্রহণ করলে কারবার পরিচালনায় সুষ্ঠু নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা যায়?
একটি কারবার প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের সক্ষমতা যাচাইয়ের জন্য কোন অনুপাতটি ব্যবহার করা হয়?
একটি মেশিনের ক্রয়মূল্য ৯০,০০০ টাকা, সংস্থাপন ব্যয় ৩০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। মেশিনটির আয়ুষ্কাল ১০ বছর। সরলরৈখিক অবচয়ের পরিমাণ কত?