ডলারের দাম ৭৫ টাকা থেকে ৮০ টাকায় বৃদ্ধির কারণ হতে পারে-
i. আমদানি বৃদ্ধি
ii. রপ্তানি হ্রাস
iii. বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
পরিচালন কার্যাবলি থেকে নগদ প্রবাহ নির্ণয় করার সময় যে আইটেমগুলো প্রভাব ফেলতে পারে তা হলো-
i. প্রাপ্য হিসাব
ii. মজুদ পণ্য
iii. নগদ লভ্যাংশ
স্থির ব্যয় ১০,০০০ টাকা। প্রতি একক বিক্রয়মূল্য ৭ টাকা এবং প্রতি একক পরিবর্তনশীল ব্যয় ২ টাকা হলে পরিচালন সমচ্ছেদ বিন্দু কত একক?
প্রাথমিক বাজারে ইস্যুকৃত সিকিউরিটি পরবর্তীতে যে বাজারে লেনদেন হয় তার নাম কী?
আমদানি-রপ্তানি বাণিজ্যে যে অর্থায়ন ব্যবহার করা হয় তাকে কী বলে?
দুই অংশীদারের সংগৃহীত বিমাপত্রকে বিমাগ্রহীতার সংখ্যার ভিত্তিতে কোন ধরনের বিমাপত্র বলে?