গ্রাহক নিরাপদ কেনাকাটার জন্য কোন কার্ড ব্যবহার করে?
ব্যাংক হিসাব খুলে একজন গ্রাহক যে সকল সুবিধা পেতে পারে তা হলো-
i. অর্থের নিরাপদ সংরক্ষণ
ii. অধিক মুনাফা
iii. ঝুঁকিবিহীন লেনদেন
নিচের কোনটি সঠিক?
সাধারণ শেয়ার-
ব্যবসায়ে সবসময়ই বিদ্যমান-
শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে-
i. রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন
ii. পাবলিক লিমিটেড কোম্পানি
iii. প্রাইভেট লিমিটেড কোম্পানি
উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও : A ও B প্রকল্পে বিনিয়োগের জন্য ফ্রেশ লি. এর তহবিলের পরিমাণ ১,০০,০০০ টাকা । A প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৬০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। অন্যদিকে B প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৫০,০০০ টাকা। প্রকল্প দুটির অন্যান্য তথ্যাবলি নিম্নরূপ :
কোম্পানি কর্তৃক গ্রহণযোগ্য সর্বোচ্চ পে-ব্যাক সময় ৪ বছর।
A প্রকল্পের গড় বিনিয়োগ কত?