সুরমা ব্যাংকের একজন ম্যানেজার পরিমল বাবু। প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাহের ব্যাংক ঋণের জন্য তার ব্যাংকে আবেদন করেন। কারণ, তিনি একটি অ্যালকোহল কারখানা স্থাপন করতে চান। কিন্তু পরিমল বাবু আবেদনটি মঞ্জুর করল না। এর কারণ কী?
অর্থায়নের সামাজিক দায়িত্ব হলো—
i. মালিকের সম্পদ বৃদ্ধিকরণ
ii. জাতীয় আয় বৃদ্ধিকরণ
iii. দূষণযুক্ত পরিবেশ নিশ্চিতকরণ
নিচের কোনটি সঠিক
নাজিয়া কোম্পানি লি.-এর অগ্রাধিকার শেয়ার খরচ কত হবে যদি ইস্যু মূল্য ৯৫০ টাকা হয়?
উপরে উল্লিখিত বিমাপত্র সম্পর্কে সঠিক উক্তি-
i. বিমামূল্যে ক্ষতিপূরণ
ii. প্রতিস্থাপনের নীতি কার্যকর হয়
iii. ক্ষতিকে সামগ্রিক ক্ষতি বিবেচনা করা হয়
নিচের কোনটি সঠিক?
মেয়াদের ভিত্তিতে জীবন বিমা কত প্রকার?
অহনা কোম্পানি ১,০০০ টাকা মূল্যের অপরিশোধযোগ্য বন্ড ১০% অধিহারে ইস্যু করে। কূপন হার ১৫%। কর হার ৩০%। কর পরবর্তী বন্ডের মূলধন ব্যয় কত?