যে উপবৃত্তের উপকেন্দ্র (1,-1), নিয়ামকরেখা x - y + 2 = 0 এবং উৎকেন্দ্রিকতা 12 তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত?
x + y + 1 = 0 এবং x cos a + y sin a = p সমীকরণ দুইটি একই সরলরেখা সূচিত করলে ৫ এর মান-
y+224-x25=1 অধিবৃত্তের-
(i) কেন্দ্রের স্থানাঙ্ক (-2,0)
(ii) আড় অক্ষের দৈর্ঘ্য 4
(iii) উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 5
নিচের কোনটি সঠিক?
1 এর ঘনমূল তিনটির যোগফল-
(i) 0
(ii) ω3
(iii) 1+ω+ω2]
কোনো উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যের অর্ধেক তার কেন্দ্র ও উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের সমান হলে তার উৎকেন্দ্রিকতা হবে-
y2 = 6x পরাবৃত্তটি y = mx + c, রেখাকে স্পর্শ করলে-
(i) c=32m
(ii) পরাবৃত্ত ও সরলরেখার সমীকরণ উভয়ই মূলবিন্দুগামী।
(iii) স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক 32m2,3m