সালমান সাহেবের ডাচ্ বাংলা ব্যাংকে সঞ্চয়ী হিসাব আছে। কিছু আর্থিক সমস্যা হওয়ায় তিনি হিসাবটি বন্ধ করে দিতে চাচ্ছেন। মি. সালমানকে সঞ্চয়ী হিসাবটি বন্ধ করতে হলে কী জমা দিতে হবে?
নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কীরূপ?
সর্বোচ্চ মজুদ নির্ণয় করতে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে তা হলো-
i. পুনঃফরমায়েশ স্তর
ii. সর্বনিম্ন মজুদ ব্যবহার
iii. লিড সময়
নিচের কোনটি সঠিক?
জনাব নীলেশ সাহা কয়টি কিস্তি পরিশোধ করবেন?
আয় ও ঝুঁকি মধ্যে সম্পর্ক হলো—
নিচের উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও : মমতা বলপেন কোম্পানি সাধারণত কাঁচামাল ক্রয় করে ২৫ দিন পর তার মূল্য পরিশোধ করে এবং সম্পূর্ণ তৈরিকৃত পণ্য কাস্টমারদের নিকট বাকিতে বিক্রয় করে ৬৫ দিন পর তা আদায় করে। আরো দেখা যায় সে মজুদ পণ্য গড় অবস্থানকাল অর্থাৎ কাঁচামালকে উৎপাদিত পণ্যে রূপান্তর ও বিক্রয় করতে সময় লাগে ৮০ দিন।
মমতা বলপেন কোম্পানির নগদ রূপান্তর চক্র কত দিন?