মূলধন বাজেটিং-এর যে সকল পদ্ধতিতে অর্থের সময়মূল্য বিবেচনা করা হয় না-
i. গড় মুনাফার হার
ii. পে-ব্যাক সময়
iii. নিট বর্তমান মূল্য
নিচের কোনটি সঠিক?
জনাব আলমের মোট মূলধনের ৬০% নিজস্ব এবং ঋণ মূলধন ৪০% এর সুদ ১৭%। তিনি ২০% মুনাফায় বিনিয়োগের সুযোগ পেয়ে মূলধন কাঠামো পরিবর্তন করেন। ফলে ঋণ ও নিজস্ব তহবিলের পরিমাণের বিপরীত সম্পর্ক সৃষ্টি হয়। মূলধন কাঠামো পরিবর্তনে জনাব আলম বিবেচনা করেছেন-
i. তহবিলের সুযোগ ব্যয়
ii. গড় মূলধন ব্যয়
iii. সাধারণ শেয়ার মূলধন ব্যয়
পুঁজিবাজার সিকিউরিটিজ হলো-
i. শেয়ার
ii. বন্ড
iii. পুনঃক্রয় চুক্তি
কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত না হলে ব্যাংক যে সমস্যায় পড়ে তা হলো-
i. কেন্দ্রীয় ব্যাংক ঋণ সুবিধা পায় না
ii. নিকাশ ঘরের সুবিধা পায় না
iii. জনগণের আস্থা হারায়
মধ্যমেয়াদি অর্থায়নের মেয়াদকাল কত বছর?
প্রতীক প্রধানত কয় ভাগে বিভক্ত?