'X' কোম্পানি লি. ১০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করল, যা থেকে আগামী ৫ বছরে প্রতি বছর ৪,০০০ টাকা করে পেলেন। বিনিয়োগের পরিশোধকাল নির্ণয় কর।
বৃহদায়তন দোকানে পণ্যের মূল্য পরিশোধের জন্য যে ইলেকট্রনিক অর্থ স্থানান্তর পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কী বলা হয়?
২/১০ নিট ৩০ এই শর্তে বাট্টার হার কত?
একটি প্রতিষ্ঠানে অতিরিক্ত মজুদ পণ্য রাখার অসুবিধা হলো-
i. তারল্য সমস্যা হতে পারে
ii. তহবিল আটকে থাকায় অন্য সম্পদে বিনিয়োগের সুযোগ হারাতে হয়
iii. ভবিষ্যতে মূল্য হ্রাসজনিত ক্ষতির সম্ভাবনা তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
ট্রেজারি বন্ড ইস্যুকারী কে?
গাণিতিক বিবেচনায় কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত?