জনাব রাকিবের হাতে ৫টি বিনিয়োগ প্রকল্প রয়েছে। তহবিল সীমাবদ্ধতার কারণে তিনি সবগুলো প্রকল্পে বিনিয়োগ করতে পারছেন না। ফলে তিনি প্রকল্পের অগ্রাধিকারের ভিত্তিতে তিনটি প্রকল্পে মূলধন বরাদ্দ করলেন। জনাব রাকিবের এভাবে মূলধন বরাদ্দ করার সিদ্ধান্তকে কী বলা হয়?
শেয়ার বিক্রয়জনিত খরচ ২০ টাকা হলে শারমিন কোম্পানি লি.-এর অগ্রাধিকার শেয়ারের খরচ কত হবে?
বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা সাধারণত কোন ধরনের প্রত্যয়পত্র বেশি ব্যবহার করে?
মালিকানার ভিত্তিতে পরিচালিত নিচের কোনটি সরকারি ব্যাংক?
পণ্যের বিক্রয়মূল্যের ১০% বৃদ্ধি পেলে এবং আরো ২০,০০০ টাকা আয় করতে হলে কত একক পণ্য বিক্রি করতে হবে?
চেকের মূল পক্ষ কয়টি?