জাকের অফিসে বসের বকা খেয়ে বাড়িতে ফিরে এসে নিজের ছেলের ওপর অযথা রাগ প্রকাশ করল। জাকেরের এমন অযথা রাগ প্রকাশকে কী বলে?
"শাস্তিভীতি সীমিত আকারে হলেও ব্যক্তির আগ্রাসী আচরণকে অনেকাংশ হ্রাস বা নিয়ন্ত্রণ করে"- এটা কে উল্লেখ করেন?
সংবেদী স্মৃতি থেকে তথ্য কোন স্মৃতিতে প্রেরণ করা হয়?
মনোভাব গঠনের ক্ষেত্রে মুখ্য গ্রুপ হিসেবে বিবেচনা করা হয়-
i. পরিবারকে
ii. খেলার সাথীকে
iii. সমাজ ও দলকে
নিচের কোনটি সঠিক?
কারা খাটো, গোলগাল, মেদবহুল দেহের অধিকারী হয়?
ফ্রয়েড তার মনঃসমীক্ষণ তত্ত্বে মানবমনের চেতনার মাত্রাকে কয়টি ভাগে ভাগ করেছেন?