মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়-
i. সম্পদ প্রতিস্থাপনের ক্ষেত্রে
ii. তারল্য বৃদ্ধির ক্ষেত্রে
iii. স্থায়ী সম্পদ ক্রয়ের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
নিট বর্তমান মূল্য পদ্ধতির সুবিধাবলি হলো-
i. অর্থের সময়মূল্য বিবেচনা করা হয়
ii. সম্পত্তির ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয়
iii. বাট্টার হার পরিবর্তিত হলেও সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়া যায়
যমুনা লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ৫,০০,০০০ সাধারণ শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে পত্রিকায় বিবরণীপত্র প্রচার করে। ফার্মটি যে বাজারের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে চায় তাকে বলে-
স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ হতে পারে-
i. ঋণ রেখা
ii. ঘূর্ণায়মান ঋণ
iii. লেনদেন ঋণ/জমাতিরিক্ত
গারনিশি অর্ডারে কয়টি ভাগ থাকে?
নিকাশ ঘরে নিষ্পত্তি করা হয়-
i. চেক
ii. নোট
iii. বিল