রাফি অ্যান্ড সন্স লি.-এর শেয়ারের বর্তমান বাজারমূল্য ১০০ টাকা। বিক্রয়জনিত খরচ বিক্রয়মূল্যের ৫%। কোম্পানি প্রদত্ত লভ্যাংশের হার ১০% এবং অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায় প্রবৃদ্ধির হার ৫%। কোম্পানির সাধারণ শেয়ারের খরচ কত হবে?
আজাদ এন্ড কোং-এর শেয়ার বহিঃমূল্য ১২০ টাকা এবং বর্তমান মূল্য ১৫০ টাকা। এ বছর প্রতিষ্ঠানটি ২০ টাকা শেয়ারপ্রতি লভ্যাংশ প্রদান করেছে। আজাদ এন্ড কোং-এর শেয়ার মূলধনের ব্যয় কত?
ঋণদাতাদের ঋণের পারিতোষিক হিসাবে কী প্রদান করা হয়?
সুরমা সিমেন্ট কোম্পানির মোট চলতি মূলধনের পরিমাণ কত?
নিচের কোনটি মুদ্রাবাজারের হাতিয়ার?
কর্মীদের বেতন পরিশোধে সহজ ই-ব্যাংকিং পদ্ধতি কোনটি?