সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 100° হলে অপর কোণদ্বয়ের অনুপাত কত?
১ম চলকের স্থলে ২য় চলক, ২য় চলকের স্থলে ৩য় চলক এবং ৩য় চলকের স্থলে ১ম চলক বসালে যদি রাশিটি অপরিবর্তিত থাকে, তবে তাকে কি রাশি বলে?
1-x246 এর বিস্তৃতির নিচের কোনটি x2 এর সহগ?
যদি c(x + a) < b এবং c >0 হয়, তবে নিচের কোনটি সঠিক?
জ্যামিতিক কোণ, ∠XOA =π6 হলে, উপরের চিত্রে প্রদর্শিত ত্রিকোণমিতিক কোণ, ∠XOA এর পরিমাপ কত?
ax² + bx + c = 0 এ -
i. a-এর মান শূন্য হতে পারে না
ii. b² - 4ac কে নিশ্চায়ক বলে
iii. b² - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ না হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে
নিচের কোনটি সঠিক?