বাকি এন্ড সন্স লি.-এর শেয়ারের বর্তমান বাজারমূল্য ১০০ টাকা। বিক্রয়জনিত খরচ বিক্রয়মূল্যের ৪%। কোম্পানি প্রদত্ত লভ্যাংশের হার ১২% এবং অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায় প্রবৃদ্ধির হার ৫%। কোম্পানির সাধারণ শেয়ারের খরচ কত হবে?
% বন্ডের অভিহিত মূল্য ২,০০০ টাকা। বিক্রয়মূল্য ১,৮০০ টাকা। বন্ডটি বর্তমান yield কত?
আইন অনুযায়ী বিমা চুক্তি কোন ধরনের চুক্তি?
অর্থায়নের কাজ হলো-i. ব্যবসায়ের প্রয়োজনীয় তহবিলের পরিমাণ নির্ণয়ii. সংগৃহীত তহবিলের ব্যবহারের ক্ষেত্র নির্ধারণiii. তহবিলের উৎস নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
অতিরিক্ত চলতি সম্পদ ফার্মের-
i. ঝুঁকি হ্রাস করে
ii. মুনাফা হ্রাস করে
iii. তারল্য হ্রাস করে
অর্থায়নের চাবিকাঠি কোনটি?