ঝুঁকিমুক্ত আয়ের হার ৮%, বাজার আয়ের হার ১৫% এবং এবিসি কোম্পানি লি. এর বিটা ২ হলে প্রয়োজনীয় উপার্জন হার কত?
CRR এর পূর্ণরূপ কী?
মি. মাকসুদ তার প্রতিষ্ঠানের কর্মীদের সবার জীবন একটা পলিসির অধীনে বিমা করেছেন। তিনি কোন ধরনের বিমাপত্র সংগ্রহ করেছেন?
সরকার স্বায়ত্তশাসিত ব্যাংকের কোন ধরনের কাজ থেকে বিরত থাকে?
বিনিয়োজিত মূলধন ফেরত আসার সময় জানা যায় কোন পদ্ধতির মাধ্যমে?
বারে বারে প্রত্যয়পত্র খোলার ঝামেলা থেকে অব্যাহতির জন্য কোন ধরনের প্রত্যয়পত্র ব্যবহৃত হয়?