সিকিউরিটি A ও B-এর আয়ের হার যথাক্রমে ১৫% ও ২০% এবং উক্ত সিকিউরিটিজে বিনিয়োগের শতকরা হার যথাক্রমে ৩০% ও ৭০%। পোর্টফোলিও আয়ের হার কত?
বিমা চুক্তির অপরিহার্য পক্ষ কয়টি?
মূলধন বাজেটিং এর প্রথম ধাপ কোনটি?
মিস. সুহানা কাপড় কিনতে ঢাকা থেকে কুমিল্লা যাবেন। ব্যাংক থেকে তিনি ৫ লক্ষ টাকার দলিল সংগ্রহ করেছেন, যা দলিলে উল্লিখিত ব্যাংক শাখায় নিয়ে ভাঙাবেন। মিস, সুহানা ব্যাংক থেকে কোন ধরনের দলিল সংগ্রহ করেছেন?
বিনিয়োগের ক্ষেত্রে যখন একটি প্রকল্প অন্য প্রকল্পের ওপর নির্ভরশীল হয় না তখন তাকে কী বলে?
মিতব্যয় ফরমায়েশ পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোনটি বহন খরচের অন্তর্ভুক্ত হবে?