ঝুঁকিমুক্ত আয়ের হার হলো-
i. ট্রেজারি বিলের আয়ের হার
ii. সরকারি বন্ডের আয়ের হার
iii. কর্পোরেট বন্ডের আয়ের হার
নিচের কোনটি সঠিক?
জনাব দিপু যে ব্যাংকে লেনদেন করেন তাকোন ধরনের ব্যাংক?
নিচের কোনটি বিমা চুক্তির আইনগত উপাদান?
উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও : সাফিনের একটি ব্যাট উৎপাদনের কারখানা আছে। সে উৎপাদিত ব্যাট এককপ্রতি ৭০ টাকা দরে বিক্রয় করে। ব্যাটের এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় হয় ৪০ টাকা।বার্ষিক ব্যয় হয় ৪০,০০০ টাকা ।
২,০০০ একক ব্যাট বিক্রয় করলে কত টাকা মুনাফা হবে?
২০১০ সালের বিমা আইন চালুর পূর্বে কত সালের বিমা আইন বাংলাদেশে প্রচলিত হয়?
তরল সম্পদ হলো-
i. ট্রেজারি বিল
ii. নিট ব্যালেন্স
iii. যন্ত্রপাতি