অপরিহারযোগ্য বা সিস্টেমেটিক ঝুঁকির উৎসসমূহ হলো-
i. সরকারি নীতির পরিবর্তন
ii. মুদ্রাস্ফীতি
iii. কেন্দ্রীয় ব্যাংকের নীতির পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
মূলধনের অর্থায়নের উৎস্য কয়টি?
প্রাণ কোম্পানির আরও দ্রুত না লাভ-না ক্ষতি অবস্থায় পৌঁছানোর উপায় হতে পারে-
i. স্থায়ী ব্যয় হ্রাস
ii. প্রতি একক বিক্রয়মূল্য বৃদ্ধি
iii. পরিবর্তনশীল ব্যয় হ্রাস
কোন বিষয়টি সঠিকভাবে নির্ণয় করলে জনাব জাবিরের ব্যবসায়টি সফল হতো
চেক হারালে ব্যাংককে অর্থ পরিশোধে নিষেধাজ্ঞা দেয় কে?
মদিনা ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতি মাসে ৪,০০০ একক মাল ব্যবহার করে। ফরমায়েশ প্রতি ব্যয় ২০০ টাকা। প্রতি একক মালের বহন ব্যয় ২ টাকা এবং মালের ক্রয়মূল্য এককপ্রতি ৮০ টাকা। মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ কত?