স্বপ্না অ্যান্ড কোম্পানি-এর গড় মূলধন খরচ ২৪%। এক্ষেত্রে কোম্পানিকে তার বিনিয়োগ থেকে ন্যূনতম কত হারে আয় করতে হবে?
মিস ডায়না কসমেটিকস সামগ্রী ক্রয়ের জন্য রংপুর থেকে ঢাকায় যাবেন। এজন্য তিনি ব্যাংক থেকে একটি ৩ লক্ষ টাকার দলিল সংগ্রহ করেছেন। এ দলিলে উল্লিখিত শাখায় গিয়ে তিনি সেটি ভাঙ্গাবেন। মিস ডায়না ব্যাংক থেকে কোন ধরনের দলিল সংগ্রহ করেছেন?
যখন একজন বিমাকারী তার গৃহীত ঝুঁকির কোনো অংশ অন্য বিমাকারীর কাছে হস্তান্তর করে তাকে কী বলে?
মেয়াদযুক্ত ঋণপত্রকে কী বলা হয়?
ব্যাংক গ্রাহকের ব্যক্তিগত তথ্য কোথায় সংরক্ষণ করে?
মি. রশিদের বন্ডের চলতি আয়ের হার কত?