একটি বন্ড অবহারে বিক্রয় হওয়ার কারণ হতে পারে-
i. বাজারে সুদের হারের পরিবর্তন
ii. ফার্মের ঝুঁকির পরিবর্তন
iii. দেশের অর্থনৈতিক মন্দা
নিচের কোনটি সঠিক?
কোম্পানি মুনাফা বণ্টনের সময় সবশেষে কাদের মুনাফা দেয়?
স্থির ব্যয় ১০,০০০ টাকা, প্রতি একক পরিবর্তনশীল ব্যয় ২ টাকা এবং প্রতি একক বিক্রয়মূল্য ৭ টাকা হলে পরিচালন সমচ্ছেদ বিন্দু কত একক?
জনাব সবুজ একজন খ্যাতনামা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি আমদানি বিল পরিশোধের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ সুবিধা নেন। জনাব সবুজ কোন ধরনের ঋণ সুবিধা নেন?
'বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থা'-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
অর্থনীতির সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখে কোন প্রতিষ্ঠান?