স্কুলের প্রধানশিক্ষক অকারণে তার সহকর্মী স্বপন বাবুকে ধমক দেয়, তখন সে কিছু না বলে পরক্ষণে ক্লাসে এসে ছাত্রদের ধমক দিতে থাকে- এটা আগ্রাসনের কোন উৎস?
শৈশবের প্রথম পর্যায়ে অর্জিত ধারণার কেমন তাৎপর্য থাকে?
দুটি অপ্রীতিকর লক্ষ্যবস্তু থাকা সত্ত্বেও ইচ্ছার বিরুদ্ধে একটি গ্রহণ না করে উপায় থাকে না তখন কোন দ্বন্দ্বের সৃষ্টি হয়?
ইচ্ছানুযায়ী চলের পরিবর্তনকে কী বোঝায়?
পরীক্ষণ পদ্ধতিতে কার্যকারণগত সম্পর্ক পর্যবেক্ষণ করা হয়-
1. নির্ভরশীল চলসমূহের
ii. অনির্ভরশীল চলসমূহের
iii. বাহ্যিক চলসমূহের
নিচের কোনটি সঠিক?
কোন অভীক্ষার ক্ষেত্র ক্ষুদ্র?