চলতি দায়ের পরিবর্তন নিচের কোন ধরনের কার্যাবলির অন্তর্ভুক্ত?
জামানত গ্রহণ করে ব্যাংক নিজেকে কোন ঝুঁকি থেকে রক্ষা করে?
যেসব বন্ডের সুদ প্রদান কোম্পানির মুনাফার পরিমাণের ওপর নির্ভরশীল সে সকল বন্ডকে কী বলে?
অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্য হলো-
i. নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রাপ্তি
ii. ভোটাধিকার আছে
iii. সাধারণ শেয়ারহোল্ডারদের আগে লভ্যাংশ পায়
নিচের কোনটি সঠিক?
যদি কুপন সুদের হার ও প্রত্যাশিত আয়ের হার সমান হয় এবং একটি বন্ড অভিহিত মূল্যে বিক্রয় ও অধিহারে পরিশোধ করা হয় তা হলো-
i. বন্ডটির অন্তর্নিহিত মূল্য অভিহিত মূল্যের বেশি হবে
ii. মেয়াদপূর্তিতে আয়ের হার কুপন সুদের হারের থেকে বেশি হবে
iii. চলতি আয়ের হার কুপন সুদের হারের সমান হবে
বিপজ্জনক পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ কোন শ্রেণির অন্তর্ভুক্ত হবে?