গ্রামীণফোন লি. এর বন্ডের চলতি ইল্ড কত হবে?
"স্বতঃস্ফূর্ত” অর্থায়ন কোন উৎসের অন্তর্ভুক্ত?
জনাব সুমন বিনিয়োগের ক্ষেত্রে কোন নীতিটি অনুসরণ করেছেন?
কোন ধরনের বিমাপত্রের ক্ষেত্রে ন্যূনতম সম্পত্তি মূল্যের জন্য একটি ও অতিরিক্ত সম্পত্তির মূল্যের জন্য পৃথক আরেকটি বিমাপত্র ইস্যু করা হয়?
জাহাজ থেকে পণ্য ফেলে দেওয়ার উদ্দেশ্য হলো-
i. জাহাজকে হালকা করা
ii. জাহাজ চলাচলে উপযোগী করা
iii. সামুদ্রিক বিপদ থেকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
মিসেস রুহানা ১০ কোটি টাকা মূল্যের একটা জমি কিনবেন। রেজিস্ট্রি করতে আগেই জমির মালিককে নগদ টাকা দিতে তিনি শঙ্কাবোধ করছেন। অন্যদিকে জমি বিক্রেতাও টাকা না পেয়ে রেজিস্ট্রারের সামনে টাকা পেয়েছেন তা স্বীকার করতে চাচ্ছেন না। এ অবস্থায় কোন দলিলটি বেশি গ্রহণযোগ্য বিবেচিত হতে পারে?