১০% সরল সুদে ২য় বছর কত টাকা সুদ পাবে?
বাবুল কোম্পানির স্থির ব্যয় ১,০০,০০০ টাকা, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ১০% হলে সমচ্ছেদ বিন্দু টাকার পরিমাণ নির্ণয় কর।
উদ্দীপকে বলা হয়েছে 'বাংলাদেশ ব্যাংক জনকল্যাণধর্মী হলেও যথেষ্ট লাভ করে', মি. শওকতের এ ভাবনার কারণ-
i. একে কোনো প্রতিযোগিতা মোকাবিলা করতে হয় না।
ii. নিজেদের সুবিধামতো তারা চার্জ ও সুদ আরোপ করতে পারে।
iii. বিভিন্ন ব্যাংকের ওপর একেক ধরনের ব্যাংক হার প্রয়োগ করতে পারে।
নিচের কোনটি সঠিক?
জনাব সবুজ একজন খ্যাতনামা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি আমদানি বিল পরিশোধের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ সুবিধা নেন। জনাব সবুজ কোন ধরনের ঋণ সুবিধা নেন?
অর্থনীতির সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখে কোন প্রতিষ্ঠান?
মূলধন ব্যয় ব্যবহার করা হয়-
i. অর্থায়নের উৎস নির্বাচনে
ii. প্রকল্প মূল্যায়নে
iii. মুনাফা বণ্টনে