কোন নীতির ক্ষেত্রে স্থায়ী সম্পদ ও স্থায়ী চলতি সম্পদের অর্থায়নের জন্য দীর্ঘমেয়াদি এবং পরিবর্তনশীল চলতি সম্পদের জন্য স্বল্পমেয়াদি অর্থায়ন ব্যবহার করা হয়?
বিনিময় বিলে সর্বনিম্ন পক্ষ কয়টি?
সমচ্ছেদ বিন্দু হতে প্রকৃত বিক্রয় যতটুকু বেশি হয় তাকে কী বলে?
ফাহিম লি. প্রতিটি ১,২০০ টাকা অভিহিত মূল্যের ১২ বছর মেয়াদি বন্ড বাজারে ছাড়ে। বন্ডের কুপণ হার ১২%। বাট্টার হার ১২% হলে বন্ডের মূল্য হবে-
আমাদের দেশে চেকের বাধ্যতামূলক ব্যবহার শুরু হয় কত সালে?
মেয়াদের ভিত্তিতে অর্থায়নকে কয় ভাগে ভাগ করা হয়?