পিতামাতার আচরণ অতি রক্ষণশীল হলে শিশুর ওপর যে প্রভাব পড়ে-
i. শিশুসুলভ আচরণ
ii. উদ্বেগ
iii. বশ্যতা
নিচের কোনটি সঠিক?
কোনটি প্রত্যক্ষণের জৈবিক উপাদান?
পৌনঃপুন্য বণ্টনে লেখচিত্রের প্রয়োজনীয়তা রয়েছে কেননা এর মাধ্যমে-
i. উপাত্তকে সংরক্ষণে ও সহজবোধ্যভাবে উপস্থাপন করা যায়।
ii. তথ্যসারির অন্তর্বর্তী মান নির্ণয় করা যায়।
iii. তথ্যের সঙ্গতি বিধান করা যায়
নির্দিষ্ট বয়স পর্যন্ত মাতৃস্তন্য পান না করালে শিশুরা হয়ে পড়ে-
i. মুখকামী
ii. মানসিক বিকলাঙ্গ
iii. বদমেজাজি
উইলিয়াম জেমস তার বুদ্ধিবৃত্তিক বর্ণনা করেন-
i. উদ্ভাবনীমূলক চিন্তন
ii. অভিসারী চিন্তন
iii. পুনঃউৎপাদনমূলক চিন্তন
মেরুরজ্জুতে মোট কতগুলো মেরুস্নায়ু রয়েছে?