কারবার প্রতিষ্ঠানে পাওনাদার সৃষ্টি করা যায়-
মি. রোমান সাহেব আমদানি-রপ্তানি বাণিজ্যের সাথে জড়িত। তার ব্যবসায়ে ব্যবহৃত বিভিন্ন দলিল, যেমন: বিনিময় বিল, প্রত্যয়পত্র, বিমাপত্র ইত্যাদি স্থানান্তরের প্রয়োজন হয়। এক্ষেত্রে মি. রোমানের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক?
সংরক্ষিত মুনাফা সাধারণত কোন কাজে ব্যবহার করা হয়?
প্রকল্পের অগ্রাধিকারের ভিত্তিতে মূলধন বরাদ্দ দেওয়া হলে তাকে কী বলে?
বিনিয়োগ প্রকল্পের আয়-ব্যয় প্রাক্কলন করে কী বের করা হয়?
ইক্যুইটি মূলধনের উদাহরণ কোনটি?
i. ঋণ মূলধন
ii. সাধারণ শেয়ার মূলধন
iii. অগ্রাধিকার শেয়ার মূলধন
নিচের কোনটি সঠিক?