নিতাই একজন স্কুলশিক্ষক। তিনি যখন বাড়িতে আসেন তখন তার সন্তানদের পিতা আবার যখন সমবয়সিদের সাথে আড্ডায় মেতে ওঠে তখন বন্ধুত্বপূর্ণ আচরণ করে। এটা কোন শিক্ষণের উদাহরণ?
মনোবিজ্ঞানী শিক্ষার্থীকে কতগুলো ছবি দিয়ে একটির পর একটি এমনভাবে সাজাতে বললেন যেন একটি অর্থপূর্ণ গল্প তৈরি হয়। এটি কোন বুদ্ধি অভীক্ষায় করা হয়?
ভাষাভিত্তিক বুদ্ধি অভীক্ষা হলো-
i. বিনে-সিমোঁ বুদ্ধি অভীক্ষা
ii. আর্মি বিটা বুদ্ধি অভীক্ষা
iii. স্ট্যানফোর্ড-বিনে বুদ্ধি অভীক্ষা
নিচের কোনটি সঠিক?
চাহিদা ও প্রেষণা বাধাগ্রস্ত হলে কী সৃষ্টি হয়?
কোনটি মানুষের মরণ প্রবৃত্তি থেকে উৎসারিত?
কোন ধরনের পদ্ধতিতে একটি নির্দিষ্ট তালিকা অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়?