এরিক বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে নতুন শব্দ জানতে পারে এবং প্রায়ই সে আড্ডায় এই শব্দটি ব্যবহার করতেন- এটি কোন শিক্ষণের উদাহরণ?
কম আলো দর্শন শক্তির পর্যায় ক্রমিক বৃদ্ধিকে কী অভিযোজন বলে?
"জ্ঞানের যে শাখায় মনোরোগমুক্ত সুস্থ জীবনযাপন ও আত্মোন্নয়নের জন্য প্রয়োজনীয় বিধিনিষেধ ও নীতিমালা প্রণয়ন ও পর্যালোচনা করা হয়”- তাকে কী বলা হয়?
১৪ বছর বয়সী তারেক তার থেকে বেশি বয়সের কোন প্রশ্ন উত্তর দিতে পারে না। তারেকের মানসিক বয়স কত?
সুইজারল্যান্ডের একজন বিখ্যাত মনোচিকিৎসক অন্তর্মুখী ও বহির্মুখী নামে দুই ধরনের ব্যক্তিত্বের শ্রেণিবিভাগ করেন। তার নাম কী?
সমবেদী স্নায়ুতন্ত্র গঠিত হয়-
i. কটিদেশীয় স্বয়ংক্রিয় স্নায়ু নিয়ে
ii. বক্ষদেশীয় স্বয়ংক্রিয় স্নায়ু নিয়ে
iii. বস্তিদেশীয় স্বয়ংক্রিয় স্নায়ু নিয়ে
নিচের কোনটি সঠিক?