করণ শিক্ষণের কোন প্রতিক্রিয়ায় পুরস্কার পেলে পুনরুদ্রেকের সম্ভাবনা বেড়ে যায়?
কার্ল রজার্স এর চিকিৎসা পদ্ধতি কী নামে পরিচিত?
IQ =MACA× ? ।? চিহ্নিত স্থানে কোনটি বসবে?
মনোবিজ্ঞানী রেইমন্ড ক্যাটল বুদ্ধির জন্মগত প্রকৃতিকে কোন ধরনের বুদ্ধি বলে উল্লেখ করেন?
কাফির মামাতো বোনের বিয়ে। বিয়েতে সব আত্মীয়স্বজন আসবে, খুব মজা হবে। কিন্তু বিয়ের কিছুদিন পরে কাফির বার্ষিক পরীক্ষা শুরু। পরীক্ষায় ভালো না করলে দুঃখ এবং ভালো করলে আনন্দ পাওয়া যাবে। একইসাথে বিয়ের আনন্দ থেকে বঞ্চিত হবার দুঃখও আছে। এ পরিস্থিতিতে তার মধ্যে কোন দ্বন্দ্বের সৃষ্টি হয়?
প্রতীক পটভূমি সম্পর্কে ৩টি ভাগে ভাগ করা যায়। ভাগগুলি হলো-
i. অপরিবর্তনশীল প্রতীক-পটভূমি
ii. পরিবর্তনশীল প্রতীক-পটভূমি
iii. দ্ব্যর্থবোধক প্রতীক পটভূমি
নিচের কোনটি সঠিক?