নিচের কোনটি বিভিন্ন জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে?
১০, ৯, ১২, ৬, ১৫ সংখ্যাগুলোর গড় কত?
সামঞ্জস্য হলো-
i. অর্জিত অভিজ্ঞতার ফল
ii. কোন কিছুর সাথে খাপখাওয়ানো
iii. ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে বোঝাপড়া করা
নিচের কোনটি সঠিক?
রিয়ার বিয়ের জন্য তার অভিভাবক পরপর দুজন পাত্র ঠিক করে। রিয়ার দুজনই অপছন্দ, কিন্তু তার পিতামাতা তাকে বাধ্য করে যেকোনো একজনকে বিয়ে করার জন্য। এ পরিস্থিতিতে রিয়ার মধ্যে কোন দ্বন্দ্বের সৃষ্টি হয়?
সুকেশকে এমন একটি বুদ্ধি অভীক্ষা প্রদান করা হয়েছিল যে অভীক্ষাটি ৮টি উপ-অভীক্ষায় বিভক্ত। যার ২-৬ নম্বর উপ-অভীক্ষার উত্তর লিখে দিতে হবে। বাকিগুলো (√) বা (×) চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। সুকেশকে কোন অভীক্ষা প্রদান করা হয়েছিল?
যেসব দৃষ্টিকোণ থেকে মনোবিজ্ঞানকে নিঃসন্দেহে বিজ্ঞান বলা যেতে পারে সেসব হলো-
i. বিষয়বস্তু
ii. গবেষণা পদ্ধতি
iii. প্রয়োগশীলতা